গর্ব, শুধু একটি পতাকার

গর্ব (অক্টোবর ২০১১)

পন্ডিত মাহী
  • ৮৮
  • 0
  • ৭৮
সবুজ জমিন সহস্র শব্দে বারুদে কেঁপেছে
সাহসী বুকগুলো ঝাঝরা হতে হতে ক্লান্ত
তবু বুকের নালা দিয়ে রক্তের স্রোত থামেনি নয়টি মাস।
আমার ভাইয়েরা পুড়েছে কুশ-পুত্তলিকার মত,
হাজার থেকে লাখো শুভ্র ফুলের
একটা একটা পাপড়ি কুকুরের দল ছিঁড়ে ফেলেছে।
চৌষট্টি জেলায় ত্রিশ লক্ষ নদী রক্তের ঢেউয়ে
বয়ে এনেছে আমার জন্য পতাকা।

আমি দেখিনি, আমি শুনেছি-
তাই কলমকে আজ রাইফেলের বাট মনে করি
শিশুর মত হামাগুড়ি দিয়ে যুদ্ধের ময়দানে যাই
গেরিলা হয়ে, গাছ-পাতার আড়ালে, খোলা রাস্তায়
প্রতিটি বাড়িতে, প্রতিটি হাত-পা কুঁকড়ে থাকা মানুষকে
আমি অ্যামবুশ করি।
আমি বীর, আমি আমৃত্যু একটার পর একটা বুলেট
ছুড়ে দেই অট্টহাসিতে মেতে ওঠা হায়েনার বুকে
যারা আমার মায়ের জন্য একমুঠো ভাত দেয়নি।

সবুজ জমিনে আমি বীর, আমি গেরিলা, আমি মৃত্যু
আমি বিভীষিকা প্রতিটি কালো মুখোশের
আমার বুকে ভয় নেই,
আমার বুকে ত্রিশ লক্ষ নদীর স্রোত
আমার চোখে প্রতিশোধের আগুন
আমি কপালে বাধি রক্তে ভেজা লাল-সবুজ পতাকা,
আমার প্রতিটি শিরা-উপশিরায়
প্রতিটি লোহিত আর শ্বেত কণিকায়
টগবগিয়ে ফুটতে থাকা লাল আগুনে
শুধু একটি পতাকার শপথ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Tabib Ahmed কবিতা টি পড়তে গিয়ে আমার মনে হয়েছে যে আমি যদি তখন থাকতাম তাহলে হানাদারদের রক্ত দিয়ে রাঙিয়ে দিতাম....................
শেখ একেএম জাকারিয়া আমার বুকে ত্রিশ লক্ষ নদীর স্রোত আমার চোখে প্রতিশোধের আগুন আমি কপালে বাধি রক্তে ভেজা লাল-সবুজ পতাকা,।কথাগুলো ভাল লাগল।
মাহবুব খান পন্ডিত কখনো বিদ্রোহী হয় ? ভালো লাগলো
মৌমিতা ইসলাম জ্বালাময়ী কবিতা। অনেক ভালো লাগলো।
নুসরাত শামান্তা আমি দেখিনি, আমি শুনেছি- তাই কলমকে আজ রাইফেলের বাট মনে করি........অনেক সুন্দর।.
মাছুম রানা কবিতাটি পরিয়া ভালো লগলো
রাজু আহমেদ কলমকে আজ রাইফেলের বাট মনে করি --কবি ঠিক বলেছেন যুদ্ধ এখনো চলছে। খুব ভালো কবিতা।
পন্ডিত মাহী জীবন আহম্মেদ, সালেহ মাহমুদ, হাসান ফেরদৌস, ZeRo , Zayed Bin Zakir (Shawon) , মোহাম্মদ আকতার উজ জামান মুন্না, এমদাদ হোসেন নয়ন, রোদেলা শিশির (লাইজু মনি ), Muzahidul ইসলাম, ফয়সাল আহমেদ bipul , রুমঝুম, মোঃ শামছুল আরেফিন, সাজিদ খান, md.nazmul hasan shanto , মো. রেজাউল করিম, প্রজাপতি মন, tani hoqe ,সোহেল মাহরুফ, nilanjona nil ,বিন আরফান., সিপাহী রেজা, জোড় হস্ত, Amir Hamja ,চৌধুরী ফাহাদ, ইফতেখারুল ইসলাম, মহি মুহাম্মদ সবাই কে সকল কে আমার ভালোবাসা আর আমার কবিতাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ
মহি মুহাম্মদ অনেক অনেক ভাল লেগেছে। চালিয়ে যান।
ভূঁইয়া মোহাম্মদ ইফতেখার মাহি ভাই, কবিতায় মন্তব্য করার ক্ষেত্রে আমার আর আপনার মনোবৃত্তি একই- পড়ে অনুভূতি জানানো, কবিতার তাত্ত্বিক বিশ্লেষণ নয়। এ কবিতায় যে তারুণ্যেকে আপনি তুলে ধরেছেন, আমি বরাবরই তার প্রতি শ্রদ্ধাশীল। তাই একথাটা কি আর ভেঙ্গে বলতে হবে যে কবিতাটি আমার কতোখানি ভালো লেগেছে?

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৬৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪